নগর নার্সিং কলেজ, রাজশাহীর ‘ওয়ার্ল্ড হার্ট ডে’ উদ্যাপন-২০২৩
বিশ্ব হৃৎপিণ্ড সংস্থা বা ওয়ার্ল্ড হাৰ্ট ফেডারেশন (ইংরেজি) ১৯৭১ সালে সুইজারল্যান্ডের জেনেভাস্থিত একটি বেসরকারী প্রতিষ্ঠান।
১৯৭৮ সালে ইন্টারন্যাশনাল সোসাইটি অব কাৰ্ডিওলজি (International Society of Cardiology) এবং ১৯৭০ সালে স্থাপিত ইন্টারন্যাশনাল কাৰ্ডিওলজি ফেডারেশন (International Cardiology Federation) নামক প্রতিষ্ঠান দুটি একত্ৰিত হয়ে ইন্টারন্যাশনাল সোসাইটি এণ্ড ফেডারেশন অব কাৰ্ডিওলজি (International Society and Federation of Cardiology) গঠন করে। ১৯৯৮ সালে এর নাম পরিবর্তন করে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন রাখা হয়।
এই ফেডারেশন ওয়াৰ্ল্ড কংগ্রেস অব কাৰ্ডিওলজি অনুষ্ঠিত করে। ১৯৩৩ সালে হৃদরোগ বিশেষজ্ঞদের একটি প্ৰাথমিক ও অনানুষ্ঠানিক আন্তর্জাতিক সভা প্ৰাগে অনুষ্ঠিত করা হয়েছিল কিন্তু মেক্সিকোতে হওয়া অন্তিম অনুষ্ঠানের পর থেকে, এডভেণ্ট অব নাজিম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য এই পালনে বাধার সৃষ্টি হয়েছিল। ১৯৫০ সালে প্রথমবার প্ৰকৃত ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল।
১৯৪৬ সালে স্থাপিত ইন্টারন্যাশনাল সোসাইটি অব কাৰ্ডিওলজি ১৯৫০ সালের সেপ্টেম্বর মাসে প্যারিসে প্রথম “ওয়ার্ল্ড কংগ্রেস অব কাৰ্ডিওলজি” অনুষ্ঠিত করা হয়েছিল। পরবর্তী কংগ্রেসগুলি ২০০৬ সাল থেকে ৪ বছর অন্তর পালন করে আসা হচ্ছিল; তারপর থেকে এটি দুবছর অন্তর অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববাসীকে হৃদরোগ ও স্ট্রোক ইত্যাদি জীবননাশী রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ২০০০ সাল থেকে “বিশ্ব হৃদয় দিবস” পালন করে আসা হচ্ছে।
নগর নার্সিং কলেজের বিশ্ব হার্ট দিবস পালন ও ড: দেবীসেট্টি পরিচালিত Narayana Health এর সাথে একত্রিত র্যালি।
Listen to my Heart ওয়াকাথন 2023
প্রথমেই নিজেদের হার্ট কে জানুন এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস। দিবসটি উপলক্ষ্যে ভারতের প্রক্ষ্যেত ড: দেবীসেট্টি পরিচালিত হাসপাতাল Narayana Health এর উদ্যেগে অভিনব পদযাত্রা আয়োজন করা হয়। আয়োজনে অংশ গ্রহন করেন রাজশাহী সবচেয়ে আধুনিক নার্সিং কলেজ নগর নার্সিং কলেজ। শুক্রবার সকাল ১০ ঘটিকায় নগরীর বহরমপুর থেকে শুরু হয় এরপর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লক্ষিপুর হয়ে কলাবাগান এ এসে শেষ হয় এ পদযাত্রা।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এ পদযাত্রা উদ্বোধন করেন বিশিষ্ঠ্য সমাজসেবক নারী নেত্রী ও রাজশাহী মহানগরের আওয়ামী লিগের সহ-সভাপতি শাহিন আক্তার রেনী।

এই হার্ট দিবস পালনের মধ্য দিয়ে উপমহাদেশের সকলকে ড: দেবীসেট্টি সচেতনতার আহবান জানাই। পদযাত্রাই অংশ নেই নগর নার্সিং কলেজের প্রায় ২ শতাধীক ছাত্র/ছাত্রী। তাই সচেতনতার এই উদ্যেগে রাজশাহীকে সতস্ফূর্ত ভাবে এগিয়ে আসায় Narayana Health এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।