Welcome to

Nagar Nursing College

রাজশাহীর সবচেয়ে আধুনিক নার্সিং কলেজে আপনাকে স্বাগতম। নার্সিং পেশায় দক্ষ নার্স তৈরির লক্ষে শিক্ষানগরী রাজশাহীর বহরমপুরে অবস্থিত নগর নার্সিং কলেজে ভর্তি চলছে। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় ও বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক অনুমোদিত তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারী কোর্স এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক নিবন্ধিত চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং বেসিক এবং দুই বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং পোস্ট বেসিক কোর্স ও পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং কোর্সে ভর্তি চলছে।

নগর নার্সিং কলেজে এ রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলি, সবর্বৃহৎ ক্যাম্পাস, সুবিশাল ক্লাসরুম, সুসজ্জিত লাইব্রেরী, সর্বাধুনিক সুবিধা সম্বলিত ফান্ডামেন্টাল নার্সিং ল্যাব ও মিডওয়াইফারী ল্যাব, নিউট্রেশন ল্যাব, এনাটমি ল্যাব, ফিজিওলজি ল্যাব, মাইক্রোবায়লেজী ল্যাব এবং কম্পিউটার ল্যাব, রয়েছে কলেজের নিজস্ব পরিবহনে যাতায়তের সুবিধা। রয়েছে ছাত্র/ছাত্রীদের থাকার জন্য আলাদা হোস্টেল ও খাবারের সুব্যাবস্থা।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
নগর নার্সিং কলেজ, বহরমপুর, রাজশাহী।
01777516677, 01777516644, 01745002645
সফলতার শির্ষে নগর নার্সিং কলেজ।