নার্সিং এ্যাডমিশন পরীক্ষা দিয়ে নূন্যতম ৪০ অথবা এলিজিবল থাকলে, নিম্নে শর্তপূরণে আমাদের নগর নার্সিং কলেজে ভর্তি হওয়া যাবে।
ভর্তির জন্য অবশ্যই সিট পূরণ হওয়ার আগে যোগাযোগ করতে হবে। যারা সিট বুকিং এর জন্য পেমেন্ট করবে তারা অগ্রাধিকার বেশি পাবে।
নগর নার্সিং কলেজের ভর্তির শর্তসমূহ:
ভর্তির যোগ্যতাঃ বি.এস-সি ইন নার্সিং (বেসিক): ভর্তিচ্ছুক প্রার্থীকে যে কোন শিক্ষা বোর্ড থেকে ২০১৯-২০২০ সালে জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে এস.এস.সি/সমমানের পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ এবং ২০২১-২০২২ সালে বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি / সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ সহ উত্তীর্ন হতে হবে। তবে উভয় পরীক্ষায় সর্বমোট জিপিএ ৭.০০ থাকতে হবে। এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩.০০ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। সরকারি নীতিমালা পরিবর্তন সাপেক্ষে ভর্তির যোগ্যতা পরিবর্তন হতে পারে।
ভর্তির যোগ্যতাঃ ডিপ্লোমা নার্সিং সায়েন্স এ্যান্ড মিডওয়াইফারী এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারী: ভর্তিচ্ছুক প্রার্থীকে যে কোন বিভাগ থেকে ২০১৯-২০২০ সালে এস.এস.সি/সমমানের পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫০ এবং ২০২১-২০২২ সালে এইচ.এস.সি / সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ সহ উত্তীর্ন হতে হবে। তবে উভয় পরীক্ষায় সর্বমোট জিপিএ ৬.০০ থাকতে হবে। বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। সরকারি নীতিমালা পরিবর্তন সাপেক্ষে ভর্তির যোগ্যতা পরিবর্তন হতে পারে।
ভর্তির যোগ্যতাঃ কমিউনিটি প্যারামেডিক: ভর্তিচ্ছুক প্রার্থীকে যে কোন বিভাগ থেকে যে কোন সালে বর্তমান বয়স ৪০এর মধ্যে এস.এস.সি/সমমানের পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫০ সহ উত্তীর্ন হতে হবে। তবে বয়স অনুর্ধ্ব ৪০ হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। সরকারি নীতিমালা পরিবর্তন সাপেক্ষে ভর্তির যোগ্যতা পরিবর্তন হতে পারে।
প্রতিষ্ঠানের শিক্ষার্থী থাকাকালীন নিম্নলিখিত বিধি বিধান মেনে চলতে হবে। ভর্তির সময় মূল সনদপত্র, নম্বরপত্র ও প্রশংসাপত্র সমূহ অবশ্যই জমা দিতে হবে
- কোর্স চলাকালীন সময়ে অন্য কোন শিক্ষা গ্রহণ করতে পারবে না। অন্যথায় প্রমান সাপেক্ষে কোর্স থেকে বহিষ্কার করা হবে।
- ভর্তির পর বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিয়ম বিধি-বিধান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নীতিমালাসহ অত্র নার্সিং কলেজের নিয়ম শৃঙ্খলা মেনে চলার শর্তে সরকার নির্ধারিত ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গিকারনামা দিতে হবে। এছাড়া ভর্তি বাতিল করলে উল্লেখিত কোর্সের মেয়াদ অনুযায়ী সমুদয় টাকা জমা দিয়ে মূল সনদপত্র/নম্বরপত্র/প্রশংসাপত্র উত্তোলন করা যাবে এই মর্মেও অঙ্গিকারনামা দিতে হবে।
- মিডটার্ম ও টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক কোন পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি পাবে না। বরং অকৃতকার্যতার ফলে কোর্সের মেয়াদ বৃদ্ধি হলে কোর্স ব্যয় নির্ধারিত হারে বেড়ে যাবে, যা শিক্ষার্থী প্রদান করতে বাধ্য থাকবে।
- ক্লাসে উপস্থিতির হার ন্যূনতম ৮০% হতে হবে।
- প্রতিষ্ঠানে অবস্থানকালে অবশ্যই এপ্রোন/প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত পোশাক, ব্যাজ, নেমট্যাগ পরিধান করতে হবে এবং আইডি কার্ড সব সময় কাছে রাখতে হবে।
- সকল ছাত্রীকে প্রতি চলতি মাসের ১৫ তারিখের মধ্যে টিউশন ফি/বেতন প্রদান করবে। ১৫ তারিখ সাপ্তাহিক বা নির্ধারিত ছুটির দিন হলে উহার পূর্ববর্তী দিনে পরিশোধ করতে হবে। যদি ঐ দিনটি অনির্ধারিতভাবে ছুটি কিংবা বন্ধ ঘোষিত হয়, তবে পরবর্তী কর্মদিবসে বিলম্ব জরিমানা ব্যতীত বেতন গ্রহণ করা হবে। যদি কোন ছাত্রী নির্ধারিত দিনের মধ্যে উক্ত ফি প্রদানে ব্যর্থ হয় তবে উক্ত মাসের ১৬ তারিখ থেকে ঐ মাসের শেষ কর্মদিবসের মধ্যে ৫০ (পঞ্চাশ) টাকা জরিমানাসহ টিউশন ফি/বেতন পরিশোধ করবে। এরপরও যদি অদেয় থেকে যায়, তবে প্রতি মাসে ১০০ (একশত) টাকা জরিমানা সহ নিয়মিত টিউশন ফি/বেতন পরিশোধ করবে।
- কোর্স সম্পন্ন করার পূর্বে জমাকৃত মূল কাগজপত্রাদি উত্তোলন করা যাবে না।
- ভর্তি বাতিল করতে চাইলে তার জমাকৃত মূল সকল কাগজপত্র উক্ত ভর্তিকৃত কোর্সের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত উত্তোলন করতে পারবে না। তবে, উল্লেখিত কোর্সের মেয়াদ অনুযায়ী (বছরের) সমুদয় টাকা জমা দিয়ে মূল সনদপত্র/নম্বরপত্র/প্রশংসাপত্র উত্তোলন করতে পারবে।
- ছাত্র/ছাত্রী চুড়ান্ত পরীক্ষায় পাশ না করা পর্যন্ত মাসিক টিউশন ফি প্রদান করতে বাধ্য থাকবে।
- প্রতিটি পরীক্ষায় অংশ নেয়ার আগে প্রতিষ্ঠানের সবধরনের পাওনা বিধি মোতাবেক (জরিমানা সহ) পরিশোধ করবে।
- যদি তিনমাস বা এর অধিক মাসের টিউশন ফি বকেয়া পাওনা ছাত্র/ছাত্রীরা পরিশোধ না করে তবে প্রতিষ্ঠানের রেজিষ্ট্রার থাতা থেকে তার নাম কাটা যাবে। এক্ষেত্রে ছাত্র/ছাত্রীরা নির্ধারিত জরিমানা ও যাবতীয় পাওনাসহ পূন: রেজিষ্ট্রেশন ফি বাবদ ১০,০০০/- (দশ হাজার) টাকা দিয়ে নাম রেজিষ্ট্রেশন করতে পারবে।
- ছাত্র/ছাত্রীকে অবশ্যই শিক্ষা ও ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে পরিশ্রমী ও নৈতিক বিধি বিধান মেনে চলতে হবে। নৈতিক অবক্ষয়, মাদকাসক্ত, ধুমপান, জুয়া খেলা, চৌর্য্যবৃত্তি, শৃঙ্খলা ভঙ্গ, বেআইনী ও রাষ্ট্র বিরোধী তৎপরতা শাস্তিযোগ্য অপরাধ, যা রাষ্ট্রীয় আইন অনুযায়ী প্রযোজ্য।
- ছাত্র/ছাত্রী কর্তৃক কোন রাজনীতিতে অংশগ্রহন এবং হাঙ্গামা সৃষ্টি করা পুরোপুরি নিষিদ্ধ।
- ছাত্র-ছাত্রীরা তাদের নিজ বাবা-মা, ভাই-বোন ছাড়া বহিরাগত কাউকে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
- বাংলাদেশ নার্সিং কাউন্সিল এর কোড অফ কন্ডাক্ট ও নার্সিং ইথিকস এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংবিধির নিয়মের আলোকে কর্তৃপক্ষ যে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এবং শিক্ষার্থী থাকাকালীন ইহা মেনে নিতে অঙ্গিকারাবদ্ধ।
- কর্তৃপক্ষ প্রতিষ্ঠান এবং ছাত্র/ছাত্রীর কল্যান বিবেচনা করে উপরোক্ত যেকোন শর্ত, বিধি-বিধান প্রয়োজনে পরিবর্তন / পরিবর্ধন / সংশোধন / পরিমার্জন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষন করেন।
বি. দ্র. সকল মূল কাগজপত্র আগামী ভর্তির শেষ নির্ধারিত তারিখের পূর্বে জমা দিতে হইবে। অন্যথায়, ভর্তি অথবা রেজিষ্ট্রেশন সংক্রান্ত কোন সমস্যা হইলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না এবং কোন টাকা পয়সা ফেরত দেওয়া হইবে না।
ভর্তিকৃত ছাত্র/ছাত্রী এবং অভিভাবক কর্তৃক অঙ্গীকারনামাঃ
আমি নিম্ন স্বাক্ষরকারী ভর্তি সংক্রান্ত বিষয়ে নিম্নোক্ত শর্তসমূহ পালনে অঙ্গীকার করতেছি যে-
আমি উল্লেখিত কোর্সের মেয়াদ অনুযায়ী যে কোন একটি কোর্সে নগর নার্সিং কলেজ, বহরমপুর, রাজশাহী-তে ভর্তি হওয়ার জন্য শর্ত মানিলাম। ভর্তির পর উল্লেখিত কোর্সের মেয়াদ অনুযায়ী কোর্স সম্পন্ন করবো। অনিবার্য কারন বশত: কোর্স বা ভর্তি বাতিল করতে চাইলে কিংবা শিক্ষা কার্যক্রম পরিচালনায় অপারগ হলে প্রতিষ্ঠানের সম্পূর্ণ কোর্সের উল্লেখিত কোর্সের মেয়াদ অনুযায়ী (বছরের) পাওনা পরিশোধ করতে বাধ্য থাকবো। এতে অন্যথা হবে না এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তের কোনরূপ আপত্তি করব না। এই ধরনের আপত্তি করলে সকল আদালতে ইহা অগ্রাহ্য ও বেআইনী বলে গন্য হবে। আমি আরো অঙ্গিকার করছি যে, নিয়মিতভাবে উল্লেখিত কোর্সের মেয়াদ অনুযায়ী চুড়ান্ত পরীক্ষা সম্পন্ন করতে না পারলে পরবর্তী প্রতি পরীক্ষায় অংশগ্রহনের নিমিত্তে নির্ধারিত হারে মাসিক টিউশন ফি এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারী কাউন্সিল কর্তৃক পরীক্ষার ফি যথানিয়মে প্রদান করতে বাধ্য থাকবো। প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সরকারী/ বেসরকারী/প্রতিষ্ঠানের নিজস্ব হাসপাতালে প্রশিক্ষনের নিমিত্তে ব্যবহারিক, ইন্টার্ণশীপ, অন্য যে কোন রকমের ট্রেনিং (বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারী কাউন্সিল পরিচালিত সিলেবাস অনুযায়ী) করতে বাধ্য থাকবো। লিফলেট ও ফরমে উল্লেখিত এিবং আনুসাঙ্গিক ফি (যেমন- ক্লাশ ফাইন, বেতন বিলম্ব জরিমানা, ইন্টার্ণশীপ/অন্য যে কোন ট্রেনিং কোর্স ফি (প্রযোজ্য ক্ষেত্রে) বোর্ড কর্তৃক সকল পরীক্ষার ফি, টেস্টিমোনিয়াল ফি) পরিশোধ করতে বাধ্য থাকবো। প্রতিষ্ঠানটি সম্পূর্নরূপে রাজনীতিমুক্ত, ধুমপানমুক্ত এবং অসামাজিক কার্যকলাপ মুক্ত বিধায় আমি সম্পূর্নরুপে প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে বাধ্য থাকবো।
উক্ত ফরমে আমি যে সব তথ্য প্রদান করছি তা পুরোপুরি সত্য । যদি এর মধ্যে কোন প্রকার মিথ্যা থাকে তবে অত্র প্রতিষ্ঠান আমার বিরুদ্ধে আইনতঃ শাস্তির ব্যবস্থা করতে পারবে। যদি শ্রেণিকক্ষে আমার উপস্থিতির হার ৮০% এর কম এবং বকেয়া পাওনা অদেয় থাকে কর্তৃপক্ষ আমাকে বারষিক/ চূড়ান্ত পরীক্ষায় অযোগ্য বিবেচনা করলে আমার কোন আপত্তি থাকবে না। আমি আরো ঘোষনা করছি যে যদি প্রতিষ্ঠানে কোনভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করি অথবা রাষ্ট্রদ্রোহীমূলক কাজে জড়িত হই তবে কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে যেকোন ধরনের শাস্তি বা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করতে পারবে। আমি উপরোক্ত বিধি বিধান ( অঙ্গীকারনামা) যথাযথভাবে মেনে চলতে বাধ্য থাকবো।
উপরোক্ত শর্তসমূহ পড়িয়া, বুঝিয়া, স্বজ্ঞানে , সুস্থ মস্তিস্কে, বিনা প্ররোচনায় স্বাক্ষর করিলাম।
তাছাড়া আনুষাঙ্গিক ফি (যেমন- বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারী কাউন্সিল এর রেজিষ্ট্রেশন ফি, পরীক্ষার ফি, সনদপত্র ফি, কম্প্রিহেনসিভ/লাইসেন্স পরীক্ষার ফি, স্টাফ রেজিষ্ট্রেশন ফি, ট্রান্সক্রিপ্ট ফি, অনলাইন ফি, আভ্যন্তরীন পরীক্ষা ফি, প্রশংসাপত্র ফি, সার্টিফিকেট যাচাই ফি, আইডি কার্ড, মনোগ্রাম, নেমটেগ ফিসহ) এবং হাসপাতালে প্রশিক্ষণের নিমিত্তে ব্যবহারিক, ইন্টার্ণীশিপ বা অন্য যে কোন প্রয়োজনীয় ট্রেনিং ফি প্রদান করব। নিয়মিতভাবে ৪র্থ বর্ষ চূড়ান্ত (ফাইনাল) পরীক্ষায় অকৃতকার্য হলে পরবর্তী প্রতি পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে নির্ধারিত হারে টিউশন ফি প্রদানসহ বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারী কাউন্সিল কর্তৃক পরীক্ষার ফি যথানিয়মে প্রদান করতে বাধ্য থাকবো।
অতএব, মহোদয়ের নিকট আবেদন এই যে, উক্ত কোর্সের সকল শর্তসমূহ পালনপূর্বক আমাকে ভর্তি হওয়ার সুযোগদানে বাধিত করবেন।
উপরোক্ত সকল শর্ত মেনে ভর্তির জন্য নিশ্চিত করুন।
Apply Now
নগর নার্সিং কলেজ, রাজশাহী।