FAQ

অনলাইনে কি ভর্তি হওয়া যাবে?

জি অবশ্যই ভর্তি হওয়া যাবে। আমাদের ফেসবুক পেইজ থেকে অনলাইন ভর্তির লিংক অথবা ওয়েব সাইটে এ্যাডমিশন মেনু থেকে ভর্তি হতে পারবেন। এখানে বুকিং টাকা জমা সহ আপনি পুরো টাকাও অনলাইনে জমা দিতে পারবেন।

অবশ্যই বিকাশ/নগদে পেমেন্ট করার সময় ট্রানজেকশন আইডি ও পেমেন্ট করার পর স্লিপটি ডাউনলোড করে রাখতে হবে।

অনলাইনে ভর্তি হওয়ার লিংক: নগর নার্সিং কলেজ এ্যাডমিশন।

নগর নার্সিং কলেজে ভর্তি হওয়ার জন্য কি কি লাগে ? অথবা কিভাবে ভর্তি হওয়া যাবে?

প্রথমত অবশ্যই যোগ্যতা অনুযায়ী সরকারি নার্সিং কলেজে ভর্তির জন্য ফরম পূরণ করে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। এবং বর্তমান মার্ক অনুযায়ী নূন্যতম ৪০ পেয়ে এ্যালিজিবল/পাস থাকতে হবে।

তারপর আমাদের নগর নার্সিং কলেজের ফরম অনলাইন/সরাসরি এসে পূরণ করতে হবে এবং এ্যাডমিশন ফি দিয়ে আপনার ভর্তি নিশ্চিত করতে হবে।

মনে রাখতে হবে যদি আমাদের সিট সংখ্যা পূরণ হয়ে যায় তাহলে আমরা ভর্তি নিতে পারবো না।

অগ্রিম সিট পূরণের নিয়ম কি?

সরকারি নার্সিং কলেজের সাথে সাথে আমাদের কলেজের ফরম পূরণ করে রাখতে হবে। সেক্ষেত্রে নূন্যতম বি.এস-সি দের ক্ষেত্রে মেয়ে ১০ হাজার ও ছেলেদের ২০ হাজার টাকা অগ্রিম হিসাবে/বুকিং হিসেবে জমা দিতে হবে। এবং অন্যান্য কোর্স এর ক্ষেত্রে ছেলেদের ১৫ হাজার ও মেয়েদের ১০ হাজার টাকা করে বুকিং জমা দিতে হবে। যদি সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় ভাল রেসাল্ট করে চান্স হয়ে যায় সেক্ষেত্রে সরকারিতে চান্স পাওয়ায় যথাযথ প্রমাণ সরুপ কাগজ জমা দিলে আপনার অগ্রিম টাকা ফেরত দেওয়া হবে। যদি সরকারিতে চান্স না পান তাহলে রেসাল্ট বের হওয়ার ৭ কার্জ দিবসের মধ্যে আমাদের কলেজে এসে বাকি ভর্তির টাকা জমা দিয়ে আপনার ভর্তি নিশ্চিত করতে হবে। যদি রেসাল্টএর ৭ কার্জ দিবসের মধ্যে যোগাযোগ না করে ভর্তি নিশ্চিত না করেন তাহলে আপনার সিট বাতিল হিসেবে গণ্য হবে। এবং আপনি কোন টাকা দাবি করতে পারবেন না।

উল্লেখ্য যে যদি আপনার সরকারি কোন নার্সিং কলেজে চান্স না হয় তাহলে আমাদের নগর নার্সিং কলেজেই ভর্তি হতে হবে অন্যথায় কোন প্রকার জমা দেওয়া টাকা ফেরত দেওয়া হবে না।

সিট পূরণের পর কি করনীয়?

অবশ্যই টাকা জমা দেওয়ার সময় রশিদ গ্রহণ করবেন এবং এই রশিদ এর ফটোকপি করে রেখে দিবেন প্রয়োজন হলে কয়েকটা করবেন। টাকা জমা দেওয়ার রশিদ কোন ভাবেই হারানো যাবে না, তা হলে রশিদ ছাড়া আপনার হিসাব করা যাবেনা। এবং টাকা ফেরতের সময় রশিদ না থাকলে কোন ভাবেই তা ফেরত দেওয়া যাবে না।